নড়াইল, ৬ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ):
নড়াইলের লোহাগড়ায় তিন বছরের শিশু কন্যা নুসরাত জাহান রোজাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জোবাইদা বেগম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর দ্বিতীয় স্ত্রী।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে শিশু নুসরাত কান্নাকাটি করলে ক্ষুব্ধ হয়ে জোবাইদা তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে কম্বল দিয়ে শিশুটিকে পেঁচিয়ে ঘরের বারান্দার খাটের উপর রেখে দেন।
পরিবারের সদস্য দাদা খায়ের কাজী বাইরে থেকে ফিরে নুসরাতকে গোসল করানোর জন্য ডাকতে থাকেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দাদি পান্না বেগম বারান্দায় গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। সন্দেহভাজন হিসেবে পুলিশ জোবাইদা ও শিশুর বাবা সজীব কাজীকে জিজ্ঞাসাবাদ করে। পরে তদন্তে জোবাইদার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ।
ঘটনার পরদিন নিহত শিশুর দাদা খায়ের কাজী বাদী হয়ে জোবাইদাকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
© All rights reserved © 2025 magurarkagoj.com