মাগুরা: ১৭ আগস্ট ২০২৫(মাগুরার কাগজ):
রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে দুই দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা, নগদ দুই লাখ টাকা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী জয়নব আক্তার (২৫) এবং কবির হোসেন (৩০) ও তার স্ত্রী মোসা. চাদনী আক্তার (৩০)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২ নম্বর গেটের সামনে অভিযান চালানো হয়। এসময় চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তল্লাশিতে তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কার থেকে ৬০ কেজি গাঁজা, অবৈধ মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার এবং প্রাইভেট কার দুটি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
© All rights reserved © 2025 magurarkagoj.com