রাজশাহী, ৩১ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ) :
রাজশাহী মহানগরীতে মাদকসহ গ্রেপ্তার হয়েছেন দুই মামলার আসামি মেহেদী হাসান (৩২)। শনিবার মধ্যরাতে মতিহার থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার মেহেদী বাঘা উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা ও আব্দুল রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজলা এলাকায় একটি বাড়িতে ইয়াবা কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ মেহেদীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির জন্য রেখেছিলেন বলে স্বীকার করেন।
আরএমপি’র বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় তার বিরুদ্ধে আগে থেকেই মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। সর্বশেষ মতিহার থানায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com