রাজশাহী, ১০ আগস্ট, ২০২৫ (মাগুরার কাগজ):
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন।পরিদর্শন শেষে তিনি “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার আয়োজনকে বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে উত্তরবঙ্গে রাজশাহী স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে বরিশাল কিংবা খুলনায় বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিসিবি কর্মকর্তারা ইতোমধ্যে রাজশাহী স্টেডিয়াম পরিদর্শন করেছেন। এবারের বিপিএল আয়োজনে কী ধরনের সংস্কার প্রয়োজন, তা মূল্যায়ন করা হবে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে রাজশাহীতে একাধিক ম্যাচ আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com