রাজশাহী, ১৬ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ) :
রাজশাহী নগরীর বহরমপুর সিটি বাইপাস এলাকায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে রাকেশ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকেশ নগরের রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা রাজেশের ছেলে। তিনি পেশায় ঝাড়ুদার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে রাজশাহী থেকে রহনপুরগামী আন্তঃনগর কমিউটার ট্রেনটি বহরমপুর এলাকা অতিক্রম করছিলো। ওই সময় অসতর্কভাবে রেলপথ পার হওয়ার সময় রাকেশ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ওসি ফয়সাল বিন আহসান ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণেই রাকেশের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।
© All rights reserved © 2025 magurarkagoj.com