রাজবাড়ী প্রতিনিধি:
“ট্যুরিজম অ্যান্ড পিস” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের আম্রকাননে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু রাসেল এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উচেন মে।
আলোচনায় বক্তারা বলেন, পর্যটন শুধু বিনোদনের উপায় নয়, এটি সংস্কৃতি বিনিময়, শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। তারা আরও বলেন, দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালীকরণ এবং পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
দিবসটি ঘিরে প্রশাসন ও স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ।
© All rights reserved © 2025 magurarkagoj.com