ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (মাগুরার কাগজ):
দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরত মাহফিলের ১৬তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যাবে।
দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারকারীদের দেশপ্রেমিক বলা যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের শাসনব্যবস্থার আদলে গড়ে তুলতে হবে, যাতে বৈষম্য নয়, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সরওয়ার আলম, সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী নাসির উদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী এবং অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন প্রমুখ।
© All rights reserved © 2025 magurarkagoj.com