রংপুর, ১২ আগস্ট ২০২৫ (বামাগুরার কাগজ) :
ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রংপুরের কারমাইকেল কলেজ গ্রন্থাগার প্রাঙ্গণে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা ক্ষুদিরামের সাহস, দেশপ্রেম, দৃঢ় সংকল্প ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, আজকের তরুণ প্রজন্মের উচিত ক্ষুদিরাম বসুর সংগ্রামী জীবন থেকে শিক্ষা গ্রহণ করে বৈষম্য ও শোষণমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।
আলোচনা সভার শুরুতে ক্ষুদিরামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মৌসুমী আক্তার মৌ। বক্তব্য রাখেন রংপুর মহানগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা, সংগঠক কাফিউল ইসলাম, কলি রানি, জ্যামি, রুবা আক্তার, রঞ্জিত রায় প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্ম নেওয়া ক্ষুদিরাম কিশোর বয়সেই বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনে যুক্ত হন। ব্রিটিশবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি অল্প বয়সেই হয়ে ওঠেন স্বাধীনতার অগ্রদূত।
মুজাফফরপুরে ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ মামলায় ১৯০৮ সালের ৩০ এপ্রিল ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচার শেষে একই বছরের ১১ আগস্ট তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার আত্মত্যাগ আজও তরুণ সমাজকে স্বাধীনতা, ন্যায়বিচার ও সাম্যের জন্য অনুপ্রাণিত করে।
© All rights reserved © 2025 magurarkagoj.com