মুন্সিগঞ্জে দোয়া মাহফিল: মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় বিএনপি নেতাকর্মীরা
মুন্সিগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (মাগুরার কাগজ) :
দেশে যেন আর কোনো নিরীহ প্রাণ বিমান দুর্ঘটনার শিকার না হয়—এই আহ্বান জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২১ জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশেই একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বহু মানুষ প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন দেড় শতাধিক মানুষের সুস্থতা এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বক্তব্যে মীর সরফত আলী সপু আরও বলেন, “নির্বাচনকে ঘিরে একটি বিশেষ মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারলেই দেশের নানা সংকটের সহজ সমাধান সম্ভব।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দোয়া মাহফিল সংক্রান্ত তথ্য জানা গেছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com