নিজস্ব ডেস্ক : ০৪ ডিসেম্বর ২০২৫ (মাগুরার কাগজ)
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চলমান কর্মবিরতির কারণে মাগুরা সদর হাসপাতালে দিনভর চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। সকাল থেকেই হাসপাতালের ল্যাব বন্ধ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে না পেরে রোগী ও স্বজনরা দুশ্চিন্তায় পড়েছেন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্মবিরতির কারণে এক্স-রে, সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাফি এবং সব ধরনের প্যাথলজি পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। জরুরি রোগীদের জন্যও কোনো ল্যাব সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও ১০ম গ্রেড না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এর আগে ২৬ নভেম্বর স্মারকলিপি প্রদান ও লিফলেট বিতরণ শেষে ধারাবাহিকভাবে ৩০ নভেম্বর এবং ৩ ও ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে।আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা লাগাতার কর্মসূচি পালন করবেন। মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা এ কর্মসূচিতে একযোগে অংশ নিচ্ছেন। এ অবস্থায় চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগী ও স্বজনরা দ্রুত সমস্যার সমাধান প্রত্যাশা করছেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com