নিজস্ব ডেস্ক: মাগুরার কাগজ ৬ ডিসেম্বর ২০২৫ মাগুরা সদর সহকারী কমিশনার ( ভূমি ) কার্যালয় ভোররাতে শহরস্থ সদর উপজেলা ভূমি অফিসের নিচতলার পূর্ব পাশের একটি রুমে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ( ০৬ ডিসেম্বর ) ভোর ৩ টা ৪০ মিনিটে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা রুমটিতে আগুন লাগিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে । এতে কম্পিউটার কাগজপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক সামগ্রী পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, রুম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে উল্লেখযোগ্য ক্ষতি হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সামগ্রীর , বিভিন্ন ধরনের কাগজপত্র,কম্পিউটার ও ল্যাপটপ,গুরুত্বপূর্ণ অফিসিয়াল ডকুমেন্টস,চেয়ার-টেবিল,বিভিন্ন কাঠের তাক সহ অগ্নিকাণ্ডে ঘটনাঘটন দুর্বৃত্তরা এবং মাগুরা জেলা সদর সাব রেজিস্ট্রার অফিসের আগুন দেন দুর্বৃত্তরা রেজিস্ট্রার অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই । মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান তিনি এসে পরিদর্শন করেন এবং তিনি বলেন, এটা যারা করেছে আমরা তদন্ত কমিটি করব এটাকে খতিয়ে দেখে আইনের আওতায় আনবো। þমাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বাংলাদেশের আলোকে জানান, আপনারা জানেন যে গতকাল রাতে ৩টা ৪০ মিনিটে মাগুরা সদর সাব রেজিস্ট্রার অফিসের ও মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি ) কার্যালয় দুর্বৃত্তরা আগুন দেন , সঙ্গে সঙ্গে জানতে পেরে মাগুরা জেলা ফায়ার সার্ভিস অফিস কে জানাই তারা তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com