নিজস্ব প্রতিনিধি:
মাগুরা, ১১ অক্টোবর ২০২৫ (মাগুরার কাগজ)
মাগুরার শ্রীপুর উপজেলার ৬নং কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের রাধানগর বাজারে এ কর্মীসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।কর্মীসভার সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এম. মুকিদ হাসান, এবং শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, সাবেক জেলা বিএনপির সদস্য মোঃ ইসলাম শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, এবং শ্রীপুর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বিএনপির তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com