মাগুরা, ৫ মার্চ ২০২৫: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত এই অভিযানে ভোজ্যতেল, সার-কীটনাশক, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে মেসার্স অন্তিকা ট্রেডার্স নামক বোতলজাত তেলের ডিলার প্রতিষ্ঠানে তদারকিতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক লিপন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বিএডিসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স এর মালিক লিটন সাহা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৩৮ ও ৪০ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা** গুণতে হয়। অভিযানে তাকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার ব্যাপারে সতর্ক করা হয়।
পরবর্তীতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা জনাব মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।