মাগুরা, ১৫ ডিসেম্বর ২০২৫:(মাগুরার কাগজ)
মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, পুলিশ লাইন্স ড্রিল শেডে ডিসেম্বর ২০২৫ মাসের কল্যাণ সভা এবং পুলিশ অফিসের সম্মেলন কক্ষে নভেম্বর ২০২৫ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন আরআই, পুলিশ লাইন্স মাগুরা। এ সময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবামূলক দায়িত্ব পালনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত ডিসেম্বর ২০২৫ মাসের কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যা মনোযোগ সহকারে শোনেন তিনি এবং সংশ্লিষ্ট ইনচার্জদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এছাড়া পুলিশ অফিস, মাগুরার সম্মেলন কক্ষে নভেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা ও তা নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার অপরাধ দমনে আরও তৎপরতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে মাগুরা জেলায় সর্বাধিক মাদক উদ্ধার ও মামলা দায়েরের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ বশির উদ্দিন (নহাটা পুলিশ তদন্ত কেন্দ্র, মহম্মদপুর) এবং সর্বাধিক ওয়ারেন্ট নিষ্পত্তিকারী এএসআই (নিরস্ত্র) মিলন হোসাইনকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শাহ্ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) জনাব নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com