1. admin@magurarkagoj.com : admin :
  2. dearaminul44@gmail.com : Aminul Islam : Aminul Islam
  3. aziziu811@gmail.com : Abdul Aziz : Abdul Aziz
  4. rahamanmajad@gmail.com : Majad Rahaman : Majad Rahaman
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সাম্প্রতিক :

মাগুরায় ৬ রোহিঙ্গা আটক, জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টার অভিযোগ

  • সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৪ জন দেখেছেন
ছবি মাগুরার কাগজ
ছবি মাগুরার কাগজ
নিউজ ডেস্ক:  মাগুরা, ১ মার্চ ২০২৫:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মাগুরা মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে চেকপোস্ট পরিচালনার সময় কক্সবাজার থেকে খুলনাগামী সৌদিয়া ও এম.আর পরিবহণ তল্লাশি করে ৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। গতকাল (২৮ ফেব্রুয়ারি) ১২ টা ৫০ মিনিটে য় শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বিকাল তিনটায় প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন,ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করার উদ্দেশ্যে যশোর যাচ্ছিলেন। আটক ব্যক্তিরা হলেন:
১. সানাউল্লা (৩৮), পিতা- মৃত সুলতান আহমেদ, মাতা- মজুদা খাতুন, রোহিঙ্গা ক্যাম্প-১৭, বালুখালী, উখিয়া, কক্সবাজার। ২. মোঃ আইয়ুব (২৬), পিতা- মোঃ নুর হোসেন, মাতা- মৃত লায়লা বেগম, রোহিঙ্গা ক্যাম্প-১৯, লাম্বাসিয়া, উখিয়া, কক্সবাজার। ৩. রাজিদা বেগম (২০), স্বামী- মোঃ আইয়ুব, রোহিঙ্গা ক্যাম্প-৯, সাব-ব্লক- F8, উখিয়া, কক্সবাজার। ৪. মোঃ হারেজ (১৫), পিতা- নুর হোসেন (পালক বাবা), মাতা- আমেনা খাতুন, রোহিঙ্গা ক্যাম্প-৫, উখিয়া, কক্সবাজার। ৫. মোঃ আরজ (২০), পিতা- মোঃ আব্দুল্লাহ, মাতা- নাছিমা খাতুন, রোহিঙ্গা ক্যাম্প-১৭, উখিয়া, কক্সবাজার।
৬.মোঃ এরফান (২৫), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- ফাতেমা বেগম, রোহিঙ্গা ক্যাম্প-১৩, ঠ্যাংখালী, উখিয়া, কক্সবাজার।
আটক সানাউল্লা ইতোমধ্যে তার রোহিঙ্গা পরিচয় গোপন করে বান্দরবানের ঠিকানা ব্যবহার করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন। ধারণা করা হচ্ছে, তার নেতৃত্বেই বাকিরা অবৈধভাবে এনআইডি তৈরির উদ্দেশ্যে যশোর যাচ্ছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
 

Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com

 

© All rights reserved © 2025 মাগুরার কাগজ

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Mamunur Rashid