নিউজ ডেক্স:
নিজস্ব প্রতিবেদক , ২৬.০২.২৫:
মাগুরায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শুটার গান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরা সদর আর্মি ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি রাত ২টায় মেজর সাফিনের নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প (১৪ বীর) সদর থানার পারনান্দুয়ালী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি ওয়ান শ্যুটার গান, ১ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল, ১টি মোটরসাইকেলসহ মোঃ আল আমিন (৩১) ও মোঃ সাজেদুর রহমান (২৫) নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, মোহাম্মদপুর আর্মি ক্যাম্প (১৪ বীর) সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫:৩০টায় ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাফির নেতৃত্বে মোহাম্মদপুর উপজেলার খলিশাখালি মাধ্যমিক বিদ্যালয়ের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২টি দেশীয় রামদা, ৪টি দেশীয় দা ও ৪টি ঢালসহ মোঃ লাভলু মোল্লা (৪৮) ও মোঃ ওয়াহিদ মোল্লা (৪৫) নামের দুইজনকে আটক করা হয়। অভিযুক্তদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।