নিউজ ডেস্ক:
মাগুরা:২৯ এপ্রিল ২০২৫ (মাগুরার কাগজ)
সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর আখ্যা দিয়ে তার গ্রেফতার ও বিচারের দাবিতে সকাল ১০টায় মাগুরা জেলা আইনজীবী সমিতি চত্বরে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মাগুরা ইউনিট।
মঙ্গলবার সকালে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, খায়রুল হকের হাত ধরেই বিচার বিভাগ দলীয়করণের পথে গিয়েছে এবং বর্তমান বিচার ব্যবস্থা সরকার অনুগত হয়ে পড়েছে।
বক্তব্যে ফোরামের নেতারা উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারকদের অপসারণের দাবি জানান।
মাগুরা জেলা শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট কাজী মিনহাজ, অ্যাডভোকেট কবিরুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা পারভিন বিউটি প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
মাগুরা জেলা শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হক ছিলেন বিচার বিভাগ দলীয়করণের অন্যতম নেপথ্য কারিগর। তিনি দাবি করেন, খায়রুল হক একটি মতামতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পথ তৈরি করেছিলেন, যার ফলে দেশে একদলীয় শাসনের ভিত্তি রচিত হয়েছিল এবং জনগণের ভোটাধিকার হরণ হয়েছিল।
তিনি অভিযোগ করেন, বিচারপতির দায়িত্বে থাকাকালে খায়রুল হক রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংসে ভূমিকা রেখেছিলেন। টগর মনে করেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার হওয়া উচিত ছিল এবং এ জন্য তিনি তার অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com