মাগুরা, ২৫ অক্টোবর ২০২৫(মাগুরার কাগজ):
মাগুরা জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণমাধ্যমকর্মীরা।
সভায় শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বলেন যে, জেলার সার্বিক উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, কৃষি খামার ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে কৃষকরা উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে পারেন।
সভায় জেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা তাদের চলমান উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। নতুন উন্নয়ন প্রকল্পের মধ্যে কুছুন্দী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ এবং জেলার কয়েকটি সড়ক ও সরকারি ভবনের অনুমোদন সংক্রান্ত বিষয় শিল্প সচিবকে অবহিত করা হয়।
এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান যে, জেলার জিকে খাল খননের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধাসহ নানা দিক থেকে উপকৃত হবেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com