মাগুরা: ১৭ মার্চ ২০২৫(মাগুরার কাগজ)
মাগুরায় শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকাল ৫টায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।
শোকাহত মাগুরাবাসীর ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে মাগুরা জেলা বিএনপি উদ্যোগ নেয়। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
মাহফিলে প্রায় তিন হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। অতিথিরা শিশু আছিয়ার প্রতি নৃশংসতার জন্য তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিশু আছিয়ার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিশু এমন নির্মমতার শিকার না হয়।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগের বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শিশু আছিয়ার ওপর ঘটে যাওয়া এ নির্মমতা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আজকের এই দোয়া মাহফিল প্রমাণ করে যে, মাগুরার মানুষ ন্যায়বিচার চায়, তারা আর কোনো শিশুর প্রতি এমন নৃশংসতা মেনে নেবে না। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রুততম সময়ে দোষীদের বিচার নিশ্চিত করা হোক।
এসময় শিশু আছিয়ার বাবা-মা ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। কন্যা হারানোর বেদনায় শোকাহত মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই। আমার মেয়েকে যারা এত নির্মমভাবে কষ্ট দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে অন্য কোনো মা-বাবাকে যেন এভাবে সন্তান হারানোর কষ্ট সইতে না হয়।
দোয়া মাহফিলে হাফেজ মাওলানা মোহাম্মদ কায়সার আহমেদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন, যেখানে শিশু আছিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email :
contact@magurarkagoj.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ