1. admin@magurarkagoj.com : admin :
  2. dearaminul44@gmail.com : Aminul Islam : Aminul Islam
  3. aziziu811@gmail.com : Abdul Aziz : Abdul Aziz
  4. rahamanmajad@gmail.com : Majad Rahaman : Majad Rahaman
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সাম্প্রতিক :

মাগুরায় শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠি

  • সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ জন দেখেছেন
মাগুরার কাগজ

মাগুরা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিকাল ৪ টায় মাগুরা জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের নির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিশু থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি দুটি গ্রূপে বিভক্ত ছিল। ‘ক’ গ্রূপে “উম্মুক্ত” বিষয়ে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়, আর ‘খ’ গ্রূপে “প্রভাতফেরী” বিষয়ে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এছাড়া শহীদ দিবস উপলক্ষে তিনটি বিভাগে রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য “চেতনায় একুশ”, নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য “বাংলা সাহিত্যে ভাষা আন্দোলন” এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের জন্য “ভাষা সৈনিকদের অবদানে অমর একুশে” বিষয়ে রচনা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রচনা সরাসরি অথবা ডাকযোগে মাগুরা জেলা সরকারি গণগ্রন্থাগারে পৌঁছাতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫। “চেতনায় একুশ” রচনা সর্বোচ্চ ১০০০ শব্দে, “বাংলা সাহিত্যে ভাষা আন্দোলন” ১২০০ শব্দে এবং “ভাষা সৈনিকদের অবদানে অমর একুশে” রচনা সর্বোচ্চ ১৫০০ শব্দের মধ্যে হতে হবে।

এ বিষয়ে মাগুরা জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে।”

তিনি আরও জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সুবিধাজনক সময়ে পুরস্কার বিতরণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
 

Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com

 

© All rights reserved © 2025 মাগুরার কাগজ

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Mamunur Rashid