মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলাধীন ভাবনহাটির ঢাল নামক স্থানে আজ রোববার (৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি তেলবাহী ট্যাঙ্কারের সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি ঢাকা গামী এসপি গোল্ডেন লাইন পরিবহনকে ধাক্কা দেয়। এতে গোল্ডেন লাইন পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসচালকসহ অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত দীনবন্ধু সাহা (৬৫) কে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—দীনবন্ধু সাহা (৬৫), দীপঙ্কর সাহা, অলকা সাহা (৫৫), সুবর্ণা সাহা, দিব্য সাহা (৯), অর্ণা (৪), সুমন (৩২), উজ্জল (৩৬), সিরাজুল মল্লিক (৬৫), সিয়াম (২২), আক্কাস (৪৫) ও পিন্টু (৩৬)।
এদের মধ্যে অধিকাংশই ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর ও টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাগ্রস্ত যান দুটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।
স্থানীয়রা জানান, তেলবাহী ট্যাঙ্কারটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তেই সামনে থাকা গোল্ডেন লাইন বাসটিতে ধাক্কা দেয়। এতে ভয়াবহ শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে।
মাগুরা সদর উপজেলায় অবস্থিত রামনগর হাইওয়ে থানার দায়িত্বরত পুলিশ অফিসার মাহাবুবুর রহমান জানান তেলবাহী ট্যাঙ্কার ও এসপি গোল্ডেন লাইন বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2025 magurarkagoj.com