1. admin@magurarkagoj.com : admin :
  2. dearaminul44@gmail.com : Aminul Islam : Aminul Islam
  3. aziziu811@gmail.com : Abdul Aziz : Abdul Aziz
  4. rahamanmajad@gmail.com : Majad Rahaman : Majad Rahaman
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১২ অপরাহ্ন
সাম্প্রতিক :

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

  • সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৩ জন দেখেছেন
নিউজ ডেস্ক:
মাগুরা, ০১ মার্চ, ২০২৫:আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় আজ সদর উপজেলার মীরপাড়া, পারনান্দুয়ালী ও ভায়না মোড় এলাকায় বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে।
বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলা অভিযানে তেল ডিলার, খেজুর, ফলের দোকান, শিশুখাদ্য ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানসমূহ তদারকি করা হয়। অভিযানে পারনান্দুয়ালী এলাকার মেসার্স নিউ হাসান স্টোরে অননুমোদিত, নিম্নমানের ও মেয়াদবিহীন অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো: ওহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
ভায়না মোড় এলাকায় মেসার্স রাতুল ফল ভান্ডারের মালিক মনজুর আলমকে ফল ও খেজুরের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স রাসেল ফল ভান্ডারের মালিক মো: ফয়সাল ইসলামকে ২,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন রমজান মাসে পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “রমজান উপলক্ষে বাজারে ন্যায্যতা ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজকের অভিযানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো: আলমগীর হোসেন বলেন, “বাজারে কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে আমরা নিয়মিত তদারকি করছি। আজকের অভিযানে ফল ও খেজুরের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অনিয়ম ধরা পড়েছে। ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।”
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন অফিস ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
 

Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com

 

© All rights reserved © 2025 মাগুরার কাগজ

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Mamunur Rashid