মাগুরায় জেলা পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের আওতায় ওপেন হাউজ ডে উপলক্ষে সদর উপজেলার ৯নং চাউলিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃৃৃহস্পতিবার সকালে চাউলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা ইউনিয়নের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সামাজিক সমস্যাগুলো সমাধানে বিট পুলিশিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। স্থানীয়দের অভিযোগ ও পরামর্শ শোনেন দায়িত্বশীল কর্মকর্তারা।
সভায় আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয়
© All rights reserved © 2025 magurarkagoj.com