নিউজ ডেস্ক:
মাগুরা, ১৪ এপ্রিল(মাগুরার কাগজ)
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মাগুরা জেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এসব আয়োজন করা হয়েছে।
দিবসটির শুরুতেই সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ আনন্দ র্যালী ও শোভাযাত্রা জেলা প্রশাসকের কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে ভায়না মোড়, চৌরঙ্গী মোড়, আতর আলী রোড, ঢাকা রোড ঘুরে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জেলা প্রশাসনের উদ্যোগে এ নোমানী ময়দানে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হচ্ছে, যা সকাল ৮:৩০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেবে। সকাল ১০টায় জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
একই দিনে, মাগুরা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকেও পহেলা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকাল ১১টায় ইসলামপুর পাড়া বিএনপি পার্টি অফিস থেকে একটি বর্ষবরণ র্যালি বের হয়ে ঢাকা রোড, ভায়না মোড় ও চৌরঙ্গী হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।
বিকাল ৪টায় মাগুরা জেলা জাসাসের আয়োজনে নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে সকাল ১০টায় র্যালি, ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং সাপ খেলার আয়োজন করা হয়। শালিখা উপজেলা বিএনপিও সকালে আনন্দ শোভাযাত্রা ও বিকেলে ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করেছে।
মোহাম্মদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সকালে আনন্দ শোভাযাত্রা এবং বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টি ও চিড়া-মুড়ি পরিবেশনের ব্যবস্থা করা হয়, যা ছিল দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দের উৎস।
১৫ এপ্রিল, বৈশাখের দ্বিতীয় দিনে, বিকাল ৪টায় সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হবে গ্রামীণ লাঠি খেলা। এরপর বিকাল ৫টায় ইসলামপুর পাড়া বিএনপি পার্টি অফিসে জেলা মহিলা দলের উদ্যোগে বৌচি ও বালিশ বদল খেলা অনুষ্ঠিত হবে ।
নববর্ষের দিনব্যাপী এসব আয়োজন মাগুরা জেলায় সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পহেলা বৈশাখের দিনটি।
© All rights reserved © 2025 magurarkagoj.com