নিউজ ডেক্স:মাগুরা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫: মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী “ওপেন এস আরপি ভিত্তিক ইমিউনাইজেশন ই-ট্র্যাকার” বিষয়ক জেলা প্রশিক্ষকদের ইমিউনাইজেশন (ToT) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল ৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান বক্তা মাগুরা জেলার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, “ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে টিকাদান ব্যবস্থাপনা আরও উন্নত ও কার্যকর হবে। ওপেন এসআরপি ভিত্তিক ইমিউনাইজেশন ই-ট্র্যাকার ব্যবহারের মাধ্যমে শিশুদের টিকাদান কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। প্রশিক্ষণপ্রাপ্ত জেলা পর্যায়ের প্রশিক্ষকগণ এই প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রমের গুণগত মান বাড়াতে বিশেষ ভূমিকা রাখবেন।”
এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্য কর্মকর্তা, ইপিআই টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ওপেন এসআরপি সিস্টেমের ব্যবহার, তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের কৌশল এবং টিকাদান কার্যক্রম পরিচালনার আধুনিক প্রযুক্তিগত দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, ইমিউনাইজেশন ই-ট্র্যাকার হলো একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা, যা শিশুদের টিকাদান সম্পর্কিত তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে কার্যক্রমকে আরও স্বচ্ছ ও দক্ষ করে তুলবে। এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য কর্মীরা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হয়ে মাঠপর্যায়ে তা সফলভাবে বাস্তবায়ন করতে পারবেন বলে আশা করা হয়।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ
Leave a Reply