মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদরের বালিয়াডাঙ্গা এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বুধবার সকাল পর্যন্ত চলে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালসহ ফরিদপুর ও ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, বুধবার সকালে আবারও সংঘর্ষ শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন ছিল।
স্থানীয় গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, স্কুলের টিউবওয়েল চুরি হওয়াকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। এতে সামাজিক দুটি গ্রুপ—আহমেদ ফকির গ্রুপ ও নবাব মৃধা গ্রুপ নেতৃত্ব দিচ্ছে। নবাব ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও আহমেদ ফকিরও আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্টতা ছিলো বলে জনা গেছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা এসআই আসাদুজ্জামান মাসুম জানান, সামাজিক কন্দলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে।
৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তারিকুল ইসলাম জানান, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরি হয়। এ নিয়ে সামাজিকভাবে একটি গণ্ডগোল সৃষ্টি হয়। এখানে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com