মাগুরায় জেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মস্যকর্মকর্তা কৃষি কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, ভোক্তাঅধিদপ্তর, পুলিশের বিভাগের প্রতিনিধি, প্রান্তিক কৃষকসহ জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
সভায় নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিপণ্য সরবরাহ ব্যবস্থাপনা, বাজার স্থিতিশীলতা রক্ষা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন,কৃষককে উৎপাদনের ন্যায্য মূল্য পেতে হলে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় বাড়াতে হবে। মাঠ পর্যায়ে কৃষকের সমস্যার কথা শোনা ও তা সমাধানের দিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বাজারে ভেজাল পণ্য নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি বাড়ানোর প্রয়োজন রয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com