মাগুরা, ৬ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ) :
“নাটক সমাজের দর্পণ, নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার”—এই মূলমন্ত্রকে ধারণ করে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশেষ নাট্য আয়োজন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জেলা অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় নাটক “নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন”।
নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মোঃ মিনারুল ইসলাম জুয়েল। পরিবেশনায় ছিল মাগুরার প্রগতিশীল নাট্য সংগঠন অনুজ নাট্যাঙ্গন এবং বাস্তবায়নে সহযোগিতা করেছে জেলা পরিষদ, মাগুরা।

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে “নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন” নাটকের মঞ্চায়ন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, জেলা কালচারাল অফিসার জনাব পার্থ প্রতিম দাশ।
নাটকটি দেখতে জেলা অডিটোরিয়ামে উপচে পড়া ভিড় জমে। দর্শকদের আগ্রহ ও আবেগে স্পষ্ট ছিল ২০২৪ সালের সেই ভয়াবহ গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ। নাটকে ২৪ জুলাইয়ের ঘটনাবলির নিখুঁত উপস্থাপন দর্শকদের আবেগপ্রবণ করে তোলে।
নাট্য প্রদর্শন শেষে জেলা প্রশাসক জনাব অহিদুল ইসলাম নাট্যকার, নির্দেশক ও শিল্পীদের প্রশংসা করে বলেন, “এমন শিল্পমান সম্পন্ন নাটক যেন মাগুরায় বারবার মঞ্চায়িত হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”
পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “নাটকে ২৪-এর সেই রক্তাক্ত দিনটির চিত্র দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি। এই নাটক আমাদের স্মরণ করিয়ে দিল কতোটা কঠিন সময় পার করেছি।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলে মিলে এই ব্যতিক্রমী নাটক উপভোগ করেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com