নিজস্ব প্রতিনিধি
৩ ডিসেম্বর ২০২৫, বুধবার (মাগুরার কাগজ) :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ বাদ আসর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা শহরের ভায়না মোড়ে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক নেতা–কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এলাকাজুড়ে এক ভিন্নধর্মী পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি, সহ–সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ–সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের বহু নেতা–কর্মী মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সদস্য ও মাওলানা মোঃ আকরাম আরজু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রতীক। দেশের ক্রান্তিলগ্নে তাঁর নেতৃত্ব আজও প্রেরণার উৎস। তাঁর সুস্থতা কামনায় তারা দেশবাসীর কাছেও দোয়া করার আহ্বান জানান।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। ক্লাবের নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের দোয়া কর্মসূচি অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com