মাগুরায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা, ভাঙচুর ও ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, মাগুরা জেলা শাখা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বক্তব্য রাখেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মাসুদ হাসান খান (কিজিল) ও সাধারণ সম্পাদক তারেখ হোসেন তুরান। তাঁরা বলেন, জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স পাওয়া এবং কয়লা সংকট সমাধান অত্যন্ত জরুরি। অথচ প্রশাসনিক জটিলতার কারণে মালিকরা হয়রানির শিকার হচ্ছেন।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের উন্নয়নমূলক অবকাঠামোতে ইটভাটার বিশাল অবদান রয়েছে। এই শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত, যা প্রায় ২ কোটি মানুষের জীবন-জীবিকার সাথে সরাসরি সম্পৃক্ত।
মালিকদের অভিযোগ, ইটভাটা মালিকদের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ও ব্যাংক ঋণ রয়েছে। জিগজ্যাগ প্রযুক্তি ব্যবহার করেও নিয়মিত প্রশাসনিক হয়রানির শিকার হতে হচ্ছে। তাঁরা ড্রাম চিমনি, ফিক্সড চিমনি ও লাকড়ি দিয়ে পোড়ানো ইটভাটা বন্ধের পক্ষে থাকলেও, জিগজ্যাগ ইটভাটায় কোনো মোবাইল কোর্ট পরিচালনা করা চলবে না বলে দাবি জানান। অন্যথায় তাঁরা ভ্যাট ও ট্যাক্স প্রদান বন্ধের হুমকি দেন।
এছাড়া, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার নিয়ম বাতিল, পরিবেশগত ছাড়পত্রসহ অন্যান্য লাইসেন্স নবায়নের সময় কেন্দ্রীয় সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা এবং দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন করার দাবি তোলেন।
তাঁরা হুঁশিয়ারি দেন, আগামী ১১ মার্চ সকল জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও দাবি পূরণ না হলে ঈদের পর ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন ইটভাটা মালিকরা।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ
Leave a Reply