নিজস্ব ডেস্ক | মাগুরার কাগজ
তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। মাগুরা–২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন অধ্যাপক মোঃ এম বি বাকের। অপরদিকে মাগুরা–১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আব্দুল মতিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। একই দিনে মাগুরার দুই আসনেই বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন নিতাই রায় চৌধুরীর পক্ষে তাঁর ছেলে মিথুন রায় চৌধুরী। এছাড়া মাগুরা–১ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি)। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে নির্বাচন ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রার্থীদের বক্তব্যে ভিন্নমতও উঠে আসে। মাগুরা–২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোঃ এম বি বাকের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “বর্তমান প্রশাসন আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। আমরা আশা করি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”
অন্যদিকে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীর পক্ষে তাঁর ছেলে মিথুন রায় চৌধুরী প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের অগ্রগতি দেখে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের বিষয়ে আমরা আশাবাদী নই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, সেগুলোর এখনো উদ্ধার হয়নি। এমন অবস্থায় কীভাবে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায়?” মনোনয়নপত্র সংগ্রহের এই কার্যক্রমের মধ্য দিয়ে মাগুরার দুই সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রচারণার মধ্য দিয়ে জেলার রাজনৈতিক মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© All rights reserved © 2025 magurarkagoj.com