নিউজ ডেস্ক:
মাগুরা: ৫ মে ২০২৫, (মাগুরার কাগজ):
২০২৪-২৫ অর্থবছরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে মাগুরায় শুরু হয়েছে অনুর্ধ-১৪ সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম। আজ সকাল ১১টা ৩০ মিনিটে মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। তিনি বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাঁর মতে, সাঁতার একদিকে আত্মরক্ষার মাধ্যম, অন্যদিকে এটি একটি সম্পূর্ণ শরীরচর্চা। তিনি আরও জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করবে।
জেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন জানান, ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ সম্ভব। তিনি মনে করেন, এই উদ্যোগকে সফল করতে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা এবং শিশুদের নিয়মিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা ক্রীড়া অফিসার অনামিকা কুরি বলেন, এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রতিভাবান শিশুদের খুঁজে বের করা হবে। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে এসব শিশুদের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারী শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং প্রশিক্ষণের সময়সূচি ঘোষণা করা হয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com