মাগুরায় শিশু ধর্ষণ মামলায় দোষ স্বীকার করল হিটু শেখঃ
মাগুরা, ১৬ মার্চ ২০২৫: (মাগুরার কাগজ) মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে দোষ স্বীকার করেছেন। শনিবার (১৫ মার্চ) বিকেলে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ১০ মার্চ মাগুরা সদর উপজেলার একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পর জানা যায়, প্রতিবেশী হিটু শেখ (৫০) এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত। ১১ মার্চ পুলিশ তাকে আটক করে এবং আদালতের কাছে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়, যা মঞ্জুর হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী শাহেদ হাসান টগর জানান, সাত দিনের রিমান্ডে থাকা হিটু শেখ দোষ স্বীকার করতে চাইলে তদন্ত কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করেন। বিকেল ৪টা পর্যন্ত বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে তার বক্তব্য প্রকাশ করা যাচ্ছে না। অন্য আসামিদের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শিশুটির মা বাদী হয়ে যে মামলা করেছেন, তাতে প্রধান আসামি হিটু শেখ ছাড়াও তার স্ত্রী ও দুই ছেলেকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি তিনজন এখনও রিমান্ডে আছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email :
contact@magurarkagoj.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ