মাগুরা:২ডিসেম্বর ২০২৫ (মাগুরার কাগজ)
মাগুরায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম। দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাত্র দুই সপ্তাহ পর মঙ্গলবার (২ ডিসেম্বর) ভায়না গ্রামের চোপদারপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
যৌথবাহিনীর সদস্যরা জানান, অভিযানের সময় শামিমের কাছ থেকে একটি চায়না পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হলে এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, “অস্ত্র ও গুলিসহ আটক করার পর নিয়মিত মামলা নিয়ে শামিমকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।”
আশরাফুজ্জামান শামিম মাগুরা শহরের ভায়না এলাকার মৃত বাকী চোপদারের ছেলে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গত ২২ জানুয়ারি বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে পুনর্বিবেচনার আবেদন করলে ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
ঘটনা বিষয়ে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
© All rights reserved © 2025 magurarkagoj.com