মাগুরা প্রতিনিধি:
শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ এই প্রতিপাদকে সামনে নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করেছে মাগুরা জেলা শিশু একাডেমি।
সোমবার ৬ অক্টোবর ২০২৫ সকালে জেলা মিলনায়তনে শিশু সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিবর্তনে আমরাই শিশু কিশোর সংগঠন জারিন তাসনিমন তার সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কোভির, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসন মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আগামীতে শিশুরা বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং শিশুদেরকে মানসিকভাবে গড়ে তুলতে হলে সুস্থ ধারার পরিবেশ তৈরি করতে হবে। শিশু একাডেমী সব শিশুদের নিয়ে কাজ করে থাকে। এই শিশুরাই একসময় দেশের নেতৃত্ব এগিয়ে আসবে। শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হলে অভিভাবক সহ সকলকেই এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন শিশুরা মানসিকভাবে খেলাধুলা সাংস্কৃতিক সহ বিভিন্ন বিষয়ে তাদের অবদান রেখে চলেছে। এতে শিশুর মানসিক ও শিক্ষার বিকাশ ঘটছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com