নিজস্ব ডেস্ক : ০৩ ডিসেম্বর ২০২৫, ( মাগুরার কাগজ )
দাবি আদায়ের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারীদের বৈষম্য দূর করে যুগোপযোগী নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়ন ও দ্রুত পদোন্নতি কার্যকর করার দাবিতে মাগুরায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শতাধিক কর্মচারী। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বুধবার (০৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় মাগুরা জেলার বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ মাঠ পর্যায়ের নারী-পুরুষ কর্মচারীরা টানা তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী মাঠকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া অনিশ্চিত থাকায় তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে নামছেন। তাদের দাবি, ন্যায্য বেতন গ্রেড পুনর্বিন্যাস, নিয়োগ বিধি সংশোধন, পদোন্নতির সুযোগ বৃদ্ধি, মাঠপর্যায়ে কাজের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা। আজহারুল ইসলাম বলেন, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের আহ্বান জানান।
© All rights reserved © 2025 magurarkagoj.com