নিজস্ব ডেস্ক: মাগুরার কাগজ ১১ ডিসেম্বর ২০০২৫,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় জামায়াতে ইসলামী একটি নির্বাচন প্রচারণার মিছিল করেছে। বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের নোমানী ময়দান থেকে মিছিলটি শুরু হয়। হাজারো মানুষের ঢল এতে দেখা যায়, জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শুরুর আগে নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যই অধ্যাপক এমবি বাকের বলেন, আমরা এ দেশে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না। অতীতের মতো এবারও স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়াবো।” তারা আরও দাবি করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। তিনি আরো বলেন, আজ দাঁড়িপাল্লা শুধু জামায়াতের প্রতীক নয়, এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের ন্যায়বিচার, সমতা ও অধিকার আদায়ের প্রতীক। জনগণ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়—এই প্রতীক সেই প্রত্যাশার প্রতিফলন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের মোঃ আব্দুল মতিন তিনি বলেন, জামায়াতে ইসলামীর বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক, আমরা চাই এই মাগুর া উন্নয়ন করতে এই মাগুরা কে দুর্নীতি চাঁদাবাজ ও টেন্ডারবাজি মুক্ত করতে চাই। আমরা মাগুরা চিকিৎসা ব্যবস্থা উন্নতি করব, প্রয়োজন হলে পাঁচশ বেডের হাসপাতাল তৈরি করব। তিনি আরো বলেন, মাগুরা কে উন্নয়ন
বক্তব্য শেষে মিছিলটি নোমানী ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন শেষ হয় । মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছিল। নেতাকর্মীরা দাবি করেন, নির্বাচনের দিন পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং গণসংযোগ জোরদার করবেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com