নিউজ ডেস্ক:
মাগুরা, ২৫ ফেব্রুয়ারি ২০২৫: “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনগণের স্থানীয় সরকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় উদযাপিত হলো ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’। এ উপলক্ষে আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অন্যতম হাতিয়ার। তরুণদের উদ্যম ও অংশগ্রহণ স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে পারে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তরুণদের সম্পৃক্ত করা, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক, পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা ক কর্মচারীরা । বক্তারা স্থানীয় সরকারের ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
Leave a Reply