নিজস্ব ডেস্ক: মাগুরার কাগজ ১০ ডিসেম্বর ২০২৫,
মাগুরায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, মাগুরা জেলা শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মানবাধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এদিন আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলের সদস্য জনাব নাজমুল হাসান লিটন, সভাপতি এম এ রশিদ, সিনিয়র আইনজীবী, মাগুরা জজ কোর্ট। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সহ-সভাপতি আতর লস্কর, সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু খান, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা শুধু আইনগত বিষয় নয়, এটি একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র মিলেই প্রকৃত মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে পারে।
আয়োজকরা জানান, আগামী দিনে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি ও ভুক্তভোগীদের সহায়তায় আরো কার্যক্রম গ্রহণ করা হবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com