মাগুরা, ১১ অক্টোবর ২০২৫ (মাগুরার কাগজ):
মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে আমেনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলের শ্রমিকরা বয়লারে কেমিক্যাল ঢালার কাজ করছিলেন। এ সময় হঠাৎ কেমিক্যাল উথলে গিয়ে শ্রমিকদের শরীরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে বয়লারের চাপ বেড়ে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন শ্রমিক দগ্ধ ও আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—
১. শিপন (৪৫), টাঙ্গাইল জেলার বাসিন্দা
২. সবুজ (৩২), সালতা, ফরিদপুর জেলার বাসিন্দা
৩. রেদওয়ান (৩৮), মাগুরা জেলার বিনোদপুর এলাকার বাসিন্দা
৪. শাহিন (২০), পিতা আব্দুর রহমান মোল্লা, গ্রাম নিধিপট্টি, শালতা, ফরিদপুর জেলার বাসিন্দা
৫. অনুকূল (২৪), জয়পুরহাট জেলার বাসিন্দা
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারে অতিরিক্ত তাপ ও কেমিক্যালের বিক্রিয়ার ফলে এ বিস্ফোরণ ঘটে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved © 2025 magurarkagoj.com