নিজস্ব ডেস্ক: ১৫ ডিসেম্বর ২০২৫ মাগুরার কাগজ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা–১ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি)। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা শেষ করেই ফেরার পথে তাকে ডিবি পুলিশের হাতে আটক করা হয়। মাগুরা জেলা পুলিশ সুপার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার সক্রিয় সংশ্লিষ্টতা ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। ওইসব মামলার সূত্র ধরেই পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। মনোনয়ন সংগ্রহের দিনেই প্রার্থীর এভাবে আটক হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved © 2025 magurarkagoj.com