মানিকগঞ্জ, ১৩ আগস্ট, ২০২৫ (মাগুরার কাগজ) :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এর বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগে মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
জাহিদুল ইসলাম খোকন মানিকগঞ্জ পৌরসভার জয়রা গ্রামের বাসিন্দা। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, গতকাল (১২ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মানোরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com