ঢাকা প্রতিনিধি:
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আজ বিশ্ব শিক্ষক দিবসের প্রেক্ষাপটে সকল স্তরের শিক্ষকদের জন্য সুষম ও মর্যাদাসম্পন্ন বেতন কাঠামোসহ ১২ দফা দাবি জানিয়েছে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউট্যাব সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও, বাংলাদেশের শিক্ষকরা পেশাগত অবমূল্যায়ন ও আর্থিক সংকটসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি।
তিনি উল্লেখ করেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের নিম্ন গ্রেডে নিয়োগ পাচ্ছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধায় সরকারি শিক্ষকদের তুলনায় চরম বৈষম্য বিদ্যমান। শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া জটিল, আধুনিক শিক্ষা ও গবেষণায় প্রশিক্ষণের সুযোগ সীমিত।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকেরাও অন্যান্য সরকারি কর্মকর্তাদের তুলনায় আর্থিক সুবিধা, পর্যাপ্ত গবেষণা তহবিল এবং পদোন্নতিতে পিছিয়ে রয়েছেন। অতীতের স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে মুক্তবুদ্ধি চর্চা এবং নিরাপদ কর্মপরিবেশ হুমকির মুখে।
ইউট্যাবের ১২ দফা দাবির মধ্যে রয়েছে—
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক লুৎফর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সোহাগ আউয়াল, এবং ইউট্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।
© All rights reserved © 2025 magurarkagoj.com