বিমান দুর্ঘটনায় দগ্ধ ভোলারমাসুমা বেগমের মৃত্যু, গ্রামে ফিরলে হৃদয়বিদারক দৃশ্য
ভোলা, ২৭ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ):
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন ঐ স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী ভোলার মাসুমা বেগম (৩৬) ।
তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুল কাসেম মিয়া ও রহিমা বেগমের কন্যা এবং একই এলাকার কোড়ালিয়া গ্রামের মো. সেলিম মিয়ার স্ত্রী।
জানা যায়, গত ২৬ জুলাই শনিবার সকাল ১১টায় ঢাকা বার্ন ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুমা। বিকেলে তার মরদেহ গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় পরিবারের সদস্যরা। রাত সাড়ে ১১টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মেয়ের নিথর দেহ দেখে মূর্ছা যান মা রহিমা বেগম। অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দিতে হয়।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
মাসুমার স্বামী মো. সেলিম জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালকের চাকরি করেন। ২০০২ সালে মাসুমার সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে। প্রায় ৫ বছর আগে ভাগ্য বদলের আশায় মাসুমা মাইলস্টোন স্কুলে চাকরি নেন। তার বেতনের টাকায় ছেলে-মেয়ের লেখাপড়া চলত। ছেলে এখন উত্তরার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
দুর্ঘটনার দিন স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগে বিমান বিধ্বস্ত হয়। মাসুমা ইচ্ছে করলে নিজে বাঁচতে পারতেন, কিন্তু শিশুদের রক্ষা করতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।
মাসুমার ছেলে আব্দুল্লাহ জানায়, সেদিন সে স্কুলেই ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে মাকে খুঁজে পায় এবং হাসপাতালে গিয়ে মায়ের পাশে কিছু সময় থাকতে পারে। এখন মা’কে হারিয়ে সে ও তার বড় বোন সুমাইয়া শোকে ভেঙে পড়েছে। কাঁদতে কাঁদতে তারা বলছে, “আমাগো কপালেতো এমন দুঃখ আসার কথা ছিল না…”
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান আজ সকালে মাসুমার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, সরকারের নির্দেশনা আসলে মাসুমার পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া হবে।
একজন মায়ের আত্মত্যাগে সন্তান, পরিবার এবং পুরো গ্রাম আজ শোকাহত। স্কুলের শিশুদের জীবন রক্ষায় নিজের জীবন বিলিয়ে দেওয়া এই নারীর নাম সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com