ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (মাগুরার কাগজ): আগামী ১০ এপ্রিল পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ দল।
৯ এপ্রিল থেকে ছয় দলকে নিয়ে পাকিস্তানের মাটিতে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব। নারী চ্যাম্পিয়নশিপে সপ্তম থেকে দশম স্থানে থাকায় বাছাই পর্বে খেলবে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। এছাড়া র্যাংকিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড ও থাইল্যান্ডও বাছাই পর্বে অংশ নেবে।
বাংলাদেশের ম্যাচ সূচি:১৩ এপ্রিল: আয়ারল্যান্ডের বিপক্ষে, গাদ্দাফি স্টেডিয়াম,১৫ এপ্রিল: স্কটল্যান্ডের বিপক্ষে, গাদ্দাফি স্টেডিয়াম,১৭ এপ্রিল: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, লাহোর,১৯ এপ্রিল: পাকিস্তানের বিপক্ষে, লাহোর।
রাউন্ড রবিন লিগের সেরা দুটি দল নারী বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পাবে।
গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে পরাজিত হওয়ায় নারী চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলার সুযোগ হারায় বাংলাদেশ।আগামী অক্টোবর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ