বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী ব্রাজিল
ঢাকা, ২৭ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ) :
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো বাংলাদেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়েছেন।
বুধবার ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. তৌহিদুল ইসলামের সঙ্গে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর তিনি এই আগ্রহের কথা জানান। আজ ঢাকায় প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম জানান, বর্তমানে বাংলাদেশ ও ব্রাজিলের বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির কারণে উভয় দেশের জন্য একটি সরাসরি বাণিজ্য চুক্তি সময়োপযোগী হবে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে রাষ্ট্রদূত পারস্পরিক ট্যারিফ হ্রাস, এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকিং জটিলতা নিরসন এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে একটি যৌথ বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ লক্ষ্যে তিনি একটি প্রাথমিক ধারণাপত্রও পেশ করেন।
প্রেসিডেন্ট গালিপোলো আশ্বাস দেন, শিগগিরই ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশকে একটি সমঝোতা স্মারকের (MoU) খসড়া পাঠানো হবে। সব কিছু ঠিক থাকলে চলতি বছর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ব্রাজিল দ্বিপক্ষীয় বৈঠকে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।
রাষ্ট্রদূত এ চুক্তিকে বাংলাদেশের জন্য একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে অভিহিত করে বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার খুলে দেবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com