বগুড়ায় শুরু হয়েছে পদ্মা জোন জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপ
বগুড়া, ২৯ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ) :
তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুরে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং বাংলাদেশ ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সেক্রেটারি আমিনুল হক দেওয়ান সজলসহ অন্যান্য কর্মকর্তারা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জ জেলা পুরুষ দলের বিপক্ষে বড় জয় পায় স্বাগতিক বগুড়া জেলা পুরুষ দল। নারীদের বিভাগে প্রথম ম্যাচে ওয়াকওভার পায় বগুড়া। পদ্মা জোনে রাজশাহী বিভাগের ৮টি পুরুষ ও ৬টি নারী কাবাডি দল অংশ নিয়েছে। এই জোনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই।
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপে সারাদেশকে আটটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, প্রতিটি অঞ্চলের নামকরণ করা হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীর নামে। অঞ্চলগুলো হলো—তিস্তা (রংপুর), ব্রহ্মপুত্র (টাঙ্গাইল), কর্ণফুলী (কুমিল্লা), রূপসা (যশোর), ধানসিঁড়ি (বরিশাল), সুরমা (সিলেট), মধুমতি (গোপালগঞ্জ) এবং পদ্মা (রাজশাহী অঞ্চল)।
জোনাল পর্ব শেষে প্রতিটি অঞ্চলের চ্যাম্পিয়ন দল নিয়ে অনুষ্ঠিত হবে আন্তঃজেলা চ্যাম্পিয়নশীপ। এরপর সেখান থেকে বাছাইকৃত সেরা চারটি দল এবং সার্ভিস দলের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্ব।
© All rights reserved © 2025 magurarkagoj.com