সাভার প্রতিনিধি,
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ছবিঘর’ আয়োজন করেছে “স্বাস্থ্যসম্মত: জীবনের জন্য শিক্ষা” শীর্ষক একটি স্বাস্থ্য সচেতনতা কর্মশালা।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সাভারের ব্যাংক টাউন বস্তি এলাকায় অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় নারী, শিশু ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
ছবিঘরের স্বাস্থ্য শিক্ষক প্রিন্স ঘোষ (এমবিবিএস স্নাতক) ও রোজানা বিনতে রেজা রিয়া (এমবিবিএস স্নাতক) কর্মশালাটি পরিচালনা করেন। তারা মানসিক স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য এবং নবজাতকের টিকাদানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য শিক্ষক রোজানা বিনতে রেজা রিয়া বলেন,“আমরা শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাজ করছি যাতে পরিবারগুলো আরও সচেতন ও সক্রিয় হয়।”
অন্যদিকে স্বাস্থ্য শিক্ষক প্রিন্স ঘোষ বলেন, “মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিয়ে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য, কারণ মানসিকভাবে সুস্থ না হলে কোনো সমাজ এগোতে পারে না।”
অনুষ্ঠানে ছবিঘরের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান উপস্থিত থেকে বলেন,“আমরা চাই সমাজের প্রান্তিক মানুষও যেন স্বাস্থ্য সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করে নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন আয়োজন নিয়মিত হলে তারা স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে পারবেন।কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।ছবিঘরের এই উদ্যোগ প্রমাণ করছে—সামাজিক সহযোগিতা ও সচেতনতা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তব পরিবর্তন সম্ভব।
© All rights reserved © 2025 magurarkagoj.com