ঢাকা, সোমবার,২২ সেপ্টেম্বর ২০২৫꠰ মাগুরার কাগজ
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সহজ করতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালটের (আইটি সাপোর্টেড) নিবন্ধন ও ভোটদানের বিস্তারিত প্রক্রিয়া প্রকাশ করেছে। সোমবার ইসির ওয়েবসাইটে এ সংক্রান্ত নমুনা প্রকাশ করা হয়।
নমুনায় দুটি অংশ তুলে ধরা হয়েছে— ‘পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) তালিকাভুক্তি প্রক্রিয়া’ এবং ‘পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) ভোটদান প্রক্রিয়া’। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, প্রবাসীরা অনলাইনের মাধ্যমে কয়েকটি ধাপ পেরিয়ে সহজেই আবেদন ও ভোট সম্পন্ন করতে পারবেন।
নিবন্ধনের জন্য মোট ১১ ধাপ নির্ধারিত হয়েছে। শুরুতে “Postal Vote BD” অ্যাপ চালু করে দেশ (বাংলাদেশ ছাড়া) নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খুলে ওটিপি দিয়ে নম্বর যাচাই করতে হবে। ছবি তোলা, লাইভ ফেস ভেরিফিকেশন এবং জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সেলফি দেওয়ার পর এনআইডির ছবি ও পাসপোর্টের তথ্য যাচাই হবে। সবশেষে বিদেশে অবস্থানরত ঠিকানা প্রদান করে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে নিবন্ধন শেষ হবে।
ভোটদানের ধাপ মোট ৯টি। ব্যালট পেপার পাওয়ার পর অ্যাপে দেওয়া ঠিকানা নিশ্চিত করে ইসির নির্দেশনা অনুসরণ করতে হবে। এরপর মোবাইল নম্বর যাচাই, ছবি তোলা, খামের কিউআর কোড স্ক্যান এবং ব্যালট পেপারে টিক বা ক্রম চিহ্ন দিয়ে ভোট সম্পন্ন করতে হবে। ব্যালটের নমুনা সংরক্ষণ, ঘোষণাপত্রে স্বাক্ষর এবং ব্যালট খামে রেখে তা সিলমোহর করে নিকটস্থ ডাকঘরে জমা দিতে হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের জন্য “আউট অব কান্ট্রি ভোটিং” প্রকল্পের আওতায় “Postal Vote BD” অ্যাপ তৈরি হয়েছে, যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এনআইডি দিয়ে নিবন্ধন করা যাবে। অ্যাপটির উদ্বোধন এখনও না হলেও কাঠামো অনুমোদিত হয়েছে। নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের সঙ্গে মিলিয়ে সংসদীয় আসন শনাক্ত হবে।
ইসির কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে প্রবাসীরা নিরাপদ ও সহজ পদ্ধতিতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com