কক্সবাজার ( পেকুয়া প্রতিনিধি ) মাগুরার কাগজ ২৪ ডিসেম্বর ২০২৫,
ইসলামী আধ্যাত্মিকতা ও সুফিবাদের ঐতিহ্যবাহী কেন্দ্র শায়রিয়া দরবার শরীফে আগামী ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র বার্ষিক ওরশ শরীফ। হযরতুল আল্লামা শাহ সুফী সৈয়দ শায়ের মুহাম্মদ শাহ আল কাদেরী আল চিশতী (রহ.)-এর ইছালে সওয়াব উপলক্ষে আয়োজিত এ ওরশকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। দিনটি ১৯শে রজব ১৪৪৭ হিজরি ও ২৫শে পৌষ ১৪৩২ বাংলা হিসেবে পালিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, এ ওরশ শরীফ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি আত্মশুদ্ধি, ঈমানি চেতনা ও তরিকতের শিক্ষায় নিজেকে গড়ে তোলার এক বিরল সুযোগ। ওরশ উপলক্ষে দিনব্যাপী চলবে খতমে কুরআন মজিদ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ ও মিলাদ মাহফিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও আশেকানরা এতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে আয়োজক কমিটি। পবিত্র ওরশ শরীফের সভাপতিত্ব করবেন পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দিন চিশতী। আয়োজকদের ভাষ্য, এই ওরশ শরীফে অংশগ্রহণ করা মানে ইতিহাস, ত্যাগ ও সুফি আদর্শের ধারাবাহিকতায় নিজেকে যুক্ত করা। আয়োজক কমিটি কঠোর ভাষায় জানায়, যারা তরিকত, আধ্যাত্মিকতা ও আখলাকি সংস্কারের গুরুত্ব বোঝেন, তাদের জন্য এই ওরশ শরীফ উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সকল আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের সময়মতো উপস্থিত থেকে ওরশ শরীফকে সফল করার আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com